Site icon Jamuna Television

জাবিতে ফানুস উড়িয়ে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফানুস উড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তারা। ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ব্যানারে সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা বলেন, এই ফানুস উড়ানোর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল অশুভ শক্তি, অমঙ্গল, অন্ধকার দূর হয়ে সর্বত্রই শান্তি ফিরে আসবে। চলমান থাকবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

বক্তরা আরো বলেন, আন্দোলনের নামে ক্যাম্পাসে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা একটি গুজবকে বিশ্বাস করে এমনটি করছে। এসময় আন্দোলনকারীদের প্রতি আন্দোলন থেকে সড়ে আহ্বান জানানো হয়।

Exit mobile version