যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম ও সদস্য সচিব করা হয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে। যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সবাই এই্ কমিটির সদস্য হিসেবে থাকবেন। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে যুবলীগ নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
এরআগে বৈঠকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়,নতুন কমিটির ক্ষেত্রে ৫৫ বছর বয়স সীমা থাকবে।
সম্প্রতি যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর থেকে ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে।
আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকেই।
ইতিমধ্যেই ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা ছাড়াও তার বিদেশে যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পর থেকেই আড়ালে চলে যান ওমর ফারুক। ক্যাসিনোকাণ্ডে সুবিধাভোগী হিসেবে নাম আসায় ওমর ফারুককে গণভবনে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

