Site icon Jamuna Television

মেহেরপুরে যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে সিরাপ, খালি বোতল, সিরাপ তৈরির বিভিন্ন উপকরনসহ সরঞ্জামও জব্দ করা হয়।

আটক করা হয় এর সাথে জড়িত সোহেল রানা নামের এক যুবককে। রবিবার রাতে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ ডিবি পুলিশের সদস্যরা। সিলগালা করে দেওয়া হয় ভবনটি।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে শহরের মল্লিকপাড়ায় লিচু বাগানের পাশে একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ, খালি বোতল ও সিরাপ তৈরির সরাঞ্জম উদ্ধার করা হয়। পরে সিলগালা করে দেওয়া হয় পুরো ভবনটি।

Exit mobile version