Site icon Jamuna Television

সেই লাগেজ ট্রলি থেকে উদ্ধার হলো যুবকের মাথাবিহীন লাশ

মংমনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে পুলিশের ঘিরে রাখা লাগেজ ট্রলি থেকে মাথা ও হাত-পা বিহীন একটি দেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা লাগেজটি খুলে এক পুরুষের দেহের মাথা ও হাত-পা ছাড়া কিছু অংশ উদ্ধার করে। মাথা ও হাত-পা কেটে অন্যত্র ফেলে রাখা হতে পারে বলে ধারনা পুলিশের। লাগেজের ভিতরে পলিথিনে পেঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেহাংশটি রাখ হয়েছিলো।

আরও পড়ুন: বোমা সন্দেহে ‘ল্যাগেজ’ ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব

পুলিশ জানায়, গত রোববার সকাল ১১টা থেকে পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রংয়ের লাগেজ ট্রলি পড়ে থাকে। সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য এটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে। রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র‌্যাব ১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার জানান, এটি একটি ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Exit mobile version