Site icon Jamuna Television

৬ কেজি গাঁজাসহ দুই ভাই আটক

নড়াইলের বড়কালিয়া মৎস্যপট্টি থেকে ছয় কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়। তাদের নামে কালিয়া থানায় একাধিক মাদক মামলা রযেছে। সোমবার বেলা ১১টায় পুলিশ মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, কালিয়া পৌর এলাকার বড়কালিয়া মৎস্যপট্টি বাজার এলাকার দুলাল সমাজ্জাদারের দুই ছেলে বিপ্লব জমাদার (৫৫) ও অসিম জমাদার (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সৈয়দ জমারত আলীর নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় দুই ভাইয়ের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

Exit mobile version