Site icon Jamuna Television

ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার গুঞ্জন

ক্রিকেটাররা নাকি জরুরি সংবাদ সম্মেলন করবেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। শীর্ষ ক্রিকেটাররা আজ সোমবার মুখোমুখি হতে পারেন সংবাদমাধ্যমের। তারা নাকি ক্ষুব্ধ। ক্ষোভের কারণ— ঠিকভাবে চলছে না দেশের ক্রিকেট। সেই সঙ্গে আরও কিছু দাবি-দাওয়া উঠতে পারে এই সংবাদ সম্মেলনে। ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। একটি বিশ্বস্তসূত্রে জানা গেছে, একজন সিনিয়র ক্রিকেটারের বাসায় এ নিয়ে বৈঠকেও বসেছেন ক্রিকেটাররা।

কেউ কেউ বলছেন, বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি বাতিল করে দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। গত মাসে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএলের ফ্র্যাঞ্চাইজিই তুলে দেওয়ার কথা জানান বিসিবি সভাপতি। এতে ক্রিকেটারদের মধ্যে আয় কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, ঢাকা প্রিমিয়ার লিগেও গত কয়েক বছর ধরে পারিশ্রমিক কম পাচ্ছেন তারা। সেটিও নাকি ক্ষোভের আরেকটি কারণ।

আসলেই কি হবে সেই সংবাদ সম্মেলন? সেটি সময়ই বলে দেবে। তবে, কিছু একটা গড়বড় যে হয়েছে তা আর না বললেও চলে।

Exit mobile version