Site icon Jamuna Television

হাঁটার সময় কেনো হাত নাড়াই?

আমরা যখন হাঁটি আমাদের হাত সামনে পিছিয়ে নাড়িয়ে হাঁটি। কিন্তু কেনো আমরা হাত নাড়াই ভেবে দেখেছেন? কারণটা কি? বিজ্ঞান কি বলে?

দীর্ঘদিন গবেষণা করেও এই হাত নাড়ানো কারণ খুঁজে পাচ্ছিলেন না গবেষকরা। সম্প্রতি গবেষকরা এর কারণ খুঁজে পেয়েছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক ১০ জন মানুষের ওপর তাদের পরীক্ষা নিরীক্ষা চালায়। তাদের মতে, মানুষ এই সামনে পিছনে হাত নাড়িয়ে চলেন কারণ এতে শক্তি কম খরচ হয় এবং এটা প্রাকৃতিক।

গবেষকরা জানান, তারা হাত বেঁধে কয়েকজন মানুষকে হাঁটিয়েছেন। এতে দেখা গেছে যারা হাত নাড়িয়ে হাঁটেন হাত বাঁধা মানুষের থেকে তাদের কম শক্তি খরচ হয়েছে। ১২ শতাংশ কম শক্তি খরচ হয়।

এছাড়া আরো দেখা গেছে ব্যক্তি তার ডান পা সামনে আগালে বাম হাত এগিয়ে দেন। অপরদিকে বাম পা আগালে ডান হাত সামনের দিকে এগিয়ে দেন।

যদি বাম পায়ের সাথে বাম হাত এগিয়ে দেয় তাহলে ২৬ শতাংশ অতিরিক্ত শক্তি খরচ করতে হয়।

এমনকি দেখা গেছে এই হাত নাড়ানো বাহু থেকে শক্তি নেয় না। এটা প্রাকৃতিকভাবে পেন্ডুলামের মতো নড়তে থাকে।

Exit mobile version