Site icon Jamuna Television

ভৈরব নদের পাড় থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর
যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ায় ভৈরব নদের পাড় থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক সোহেল ওরফে মাইকেল (২২) ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, রোববার দিবাগত রাতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গলাকেটে ও ছুরিকাঘাতে খুন করা হয়। মরদেহের পাশ থেকে ইয়াবা খাওয়ার উপকরণ পাওয়া গেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের এখনও সনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, খুনের কারণ অনুসন্ধান ও খুনিদের ধরতে পুলিশের দুইটি টিম কাজ শুরু করেছে।

নিহতের পিতা হাবিবুর রহমান জানান, রোরবার বিকালে বাড়ি থেকে বের হবার পর থেকে তিনি আর ছেলের সন্ধান পাননি। সোমবার দুপুরে প্রতিবেশিদের কাছ থেকে ভৈরব নদের পাড়ে তার মরদেহ পরে থাকার বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Exit mobile version