Site icon Jamuna Television

ভিসা ছাড়াই পাকিস্তান যেতে পারবে ভারতীয়রা

পাক-ভারত সীমান্তবর্তী বহুল প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সবার জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সেখানে যেতে ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগবে না বলেও জানিয়েছে পাক কর্তপক্ষ। এই করিডরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার। খবর দ্যা ইকোনমিক টাইমসের।

ইমরান তার ফেসবুকে লিখেছেন, সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য এই করিডরের দরজা খুলে দেয়া হবে শিগগিরই। একইসাথে, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন।

এ করিডোর খোলার ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

Exit mobile version