Site icon Jamuna Television

জাবি ভিসিকে প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে না দেয়ার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলামকে ২৩ অক্টোবর থেকে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে না দেয়ার ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর -এর ব্যানারের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বক্তরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক আন্দোলনে ভিসিপন্থী কিছু শিক্ষককে লেলিয়ে দিয়েছে আন্দোলনকে বানচাল করতে। অপরাধ ঢাকতে ওইসব শিক্ষকরা নানা ধরনের কৌশল আঁকছে বলেও জানান। শুধু তাই নয় ভিসিকে ক্যাম্পাস ছাড়া না করবে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন।

Exit mobile version