Site icon Jamuna Television

জিপির কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনা: শুনানি ২৪ অক্টোবর

গ্রামীন ফোনের কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনার বিষয়ে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানি আগামী ২৪ অক্টোবর। সোমবার চেম্বার বিচারপতি শুনানির এ দিন ধার্য করেন।

এদিকে গ্রামীনফোনের সাথে বিটিআরসির কোন আরবিট্রেশন নেই বলে রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর ফলে সালিশের আর সুযোগ রইলো না গ্রামীন ও বিটিআরসির।

প্রসঙ্গত, গ্রামীণফোনে ৫৫.৮ শতাংশ শেয়ার রয়েছে নরওয়েজিয় প্রতিষ্ঠার টেলিনরের। গ্রামীণ টেলিকম করপোরেশনের রয়েছে ৩৪.২ শতাংশ শেয়ার। বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে বিভিন্ন বিনিয়োগকারীর হাতে।

এর আগে, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কাছে সরকার অডিটের মাধ্যমে গত ১৯ বছরে ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করে।

Exit mobile version