Site icon Jamuna Television

১২ গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

দুর্নীতির খবর প্রকাশের জেরে ১২ গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারের করা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়।

সকালে সাদুল্যাপুর পাবলিক লাইব্রেরি ক্লাব চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, দেশজুড়ে যখন দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চলছে, তখন দুর্নীতির খবর প্রকাশ করায় হয়রানীর শিকার হতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। এই ধরণের উদ্দেশ্যমূলক মামলা, মুক্ত সাংবাদিকতার পথে প্রতিবন্ধকতা বলেও উল্লেখ করেন বক্তারা। মামলা প্রত্যাহারসহ পিআইও’র নুরুন্নবী সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে, কঠোর আন্দোলনের ঘোষণা দেয়ার কথাও বলেন সংবাদকর্মীরা।

Exit mobile version