Site icon Jamuna Television

পদ্মায় লঞ্চ-ফেরি সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার,মাদারীপুর:

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে ফেরির সংঘর্ষে লঞ্চের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ডুবোচরের কারণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা আশংকামুক্ত বলেও জানা গেছে।

শিমুলিয়া থেকে রাতে ৭ টার দিক যাত্রীবাহী এমভি হাজী শরীয়তউল্লাহ নেভিগেশন লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসছিল। নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রমের সময় শিমুলিয়া গামী একটি ফেরির সাথে লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের কমপক্ষে পাঁচ যাত্রী পড়ে গিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’কাঁঠালবাড়ী আসার সময় ফেরির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লঞ্চের পেছনের দিকের সাথে ফেরির ধাক্কা লেগেছিল। কয়েকজন যাত্রী আঘাত পেয়েছে, তবে মারাত্মক কিছু হয় নি।

Exit mobile version