Site icon Jamuna Television

জেরুজালেম ইস্যু: নিরাপত্তা পরিষদে ভেটো যুক্তরাষ্ট্রের

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির বিরুদ্ধে আনা নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। সোমবার নিরাপত্তার পরিষদে জেরুজালেম ইস্যুতে ভোটাভুটি হয়। স্বীকৃতি বাতিল এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস না সরানোর আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব তোলে মিসর। প্রস্তাবের পক্ষে সর্মথন দেয় পরিষদের বাকি ১৪ দেশ। পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র শুধু ভেটোই দেয়নি বরং এ ইস্যুতে কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের। মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি বলেন, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবে জেরুজালেম ইহুদিদের। মার্কিন ভেটোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন বলেছে এই ঘটনা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে।

Exit mobile version