Site icon Jamuna Television

ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোন গাড়িকে তেল-গ্যাস না দেয়ার নির্দেশ

ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গাড়িকে তেল ও গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে এই বেঞ্চে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে প্রতিবেদন দেয় বিআরটিএ। ৬০ দিনে ৯০ হাজার গাড়ির ফিটনেস রিনিউ করা হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি এখনো চার লাখ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

এর আগে গেলো জুলাইয়ে দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ী নবায়নে শেষবারের মত সময় দেয় হাইকোর্ট। তারও আগে ২৪ জুন ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিষয়ে সঠিক তথ্য দিতে বিআরটিএ’কে এক মাস সময় বেধে দেয় আদালত। সেসময় বিআরটিএ’র কাছে এসব তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে ভৎর্সনা করেন আদালত। পুলিশের নাকের ডগায় কিভাবে এসব গাড়ি চলছে ও অনিয়ম হচ্ছে- এ বিষয়েও প্রশ্ন তোলেন আদালত।

Exit mobile version