Site icon Jamuna Television

বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে শিশু চুরি

স্টাফ রিপোর্টার,নেত্রকোণা
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে আসা বাকপ্রতিবন্ধি মায়ের কোল থেকে তার শিশু রোহা মণিকে (আড়াই বছর) নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

শিশুর বাবা হাসপাতালে চিকিৎসাধীন জামান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে রোগীদের দেখতে চিকিৎসক রোগীদের কক্ষে আসেন। এ সময় রোগীর স্বজনদের বাহিরে বের করে দেয়া হয়।

এ সময় তার বাকপ্রতিবন্ধি স্ত্রী শিশুকে রোহাকে নিয়ে বাহিরে বের হয়। তখন অপরিচিত এক লোক তার স্ত্রীর কোল থেকে বাচ্চাকে নিয়ে নিখোঁজ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন।

নেত্রকোণার সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান জানান, এ ধরণের একটি অভিযোগ পাওয়া গেছে।

Exit mobile version