Site icon Jamuna Television

মালয়েশিয়ায় সিড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার নিলাই এলাকায় আল-মামুন (৪৩) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে নিলাই কন্সট্রাকশন সাইডে নিজ কর্মস্থলে খাবারের বিরতির সময় নিচে সিড়ি দিয়ে নাম ছিলেন। ঠিক তখনি সিড়িতে পড়ে মৃত্যুবরন করেন। সহকর্মীরা পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে পৌছেঁ তদন্ত শুরু করে। তদন্ত শেষে পুলিশ মামুনের লাশ নিলাই হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মামুনের মরদেহ দেশে পাঠানো হবে বলে সহকর্মীরা জানান।

জানা গেছে, চাদঁপুরের বাগরাবাজারের মো: মস্তফা কামালের ছেলে আল-মামুন ২০০৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান।

উল্লেখ্য, বিগত মালয়েশিয়া সরকারের দেয়া অবৈধদের বৈধ হওয়া রি- হিয়ারিং প্রোগ্রামের আওতায় সেলাঙ্গর চেরাসের কেপি গোল্ড লাইন এসডিএন বিএইচডির মাধ্যমে বৈধ ভিসায় কাজ করছিলেন।

Exit mobile version