Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
জীবিকার তাগিদে সাউথ আফ্রিকা গিয়ে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয়ে শিবচরের ইমরান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সাউথ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে ডাকাতের দেয়া আগুনে দগ্ধ হয় ইমরান।
ইমরানের খালাতো ভাই আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাউথ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করতো ইমরান। সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে। ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতেরা। এসময় আব্দুর রহিম নামের শিবচরের আরো এক যুবকও আহত হয়।

গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোরে তার মৃত্যু হয়। অন্যদিকে আহত রহিম চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইমরান উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে।

Exit mobile version