Site icon Jamuna Television

পিচিচি ও আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি জিতলেন মেসি

গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার পিচিচি ও আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি জিতেছেন বার্সেলোনার লিওনেল মেসি। ক্যারিয়ারের ৫ম বারের মতো লিগ সেরা ফুটবলার হয়ে ডি স্টেফানো ট্রফি জিতলেন এলএমটেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৩৭ গোল করে তিন মৌসুম পর পিচিচি ট্রফিও জেতেন বার্সার এই প্রাণভোমরা। এছাড়াও স্পেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসির বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। আর লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন ওবলাকের ঝুলিতে। সামনের সপ্তাহের এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে পয়েন্টের ব্যবধান ১৪তে নিয়ে যেতে চায় আর্নেস্তো ভালভার্দে শীষ্যরা।

 

Exit mobile version