Site icon Jamuna Television

ছাদের গাছ কাটার ব্যতিক্রমী প্রতিবাদ আলেমদের

সাভারের একটি বাড়ির ছাদে এক নারীর গাছ তছনছ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন পরিবেশপ্রেমীরা। এ ঘটনার ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন সাভারের কয়েকজন আলেম। বুধবার বৃক্ষনিধনের প্রতিবাদে বৃক্ষরোপণ করেছেন তারা।

মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর নেতৃত্বে ও মাওলানা সুফিয়ান ফারাবীর পরিচালনায় আলেমদের একটি দল বুধবার বিকালে সাভারের দারুল উলুম মাবিয়া মাদ্রাসা সংলগ্ন জামসিং সড়কটিতে বৃক্ষরোপণ করেন।

আলেমরা বলেন, গাছ আমাদের নানাভাবে উপকার করে। গাছ মানুষের বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও বিভিন্ন কারণ দেখিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে কিছু অসাধু মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, সাভারের সিআরপি এলাকায় যে মহিলাটি বিদ্বেষের বহিঃপ্রকাশে হিংস্রভাবে গাছগুলো কেটেছে আমরা ওলামায়ে কেরাম তার সুষ্ঠু বিচার কামনা করি। এবং সঙ্গে সঙ্গে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি।

উল্লেখ্যে, ছাদবাগানকে কেন্দ্র করে সাভারের ঐ বাড়ির দুই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে ছাদের গাছ কেটে ফেলেন খালেদা আক্তার লাকি নামে ঐ ফ্ল্যাটের এক নারী। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বুধবার সকালে অভিযুক্ত খালেদা আক্তার লাকিকে আটক করে পুলিশ।

এদিকে, ছাদবাগানের গাছ কাটার ঘটনায় মর্মাহত সেই গাছের মালিককে গাছ উপহার দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স।

Exit mobile version