Site icon Jamuna Television

১০টি দাবি মেনে নিয়েছে বিসিবি, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সাকিবদের

ক্রিকেটারদের দেয়া ১৩টি দাবির মধ্যে ১০টি দাবি মেনে নিয়েছে বিসিবি। নতুন দুই ইস্যু নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে কোয়াব ইস্যু বিসিবির আওতার বাইরে বলে জানান তিনি।

আজ বুধবার মিরপুরে ক্রিকেটারদের সাথে বিসিবির দীর্ঘসময় আলোচনার পর সাংবাদিকদের এ তথ্যগুলো জানানো হয়।

এদিকে, আলোচনা ফলপ্রসু হয়েছে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী শনিবার থেকে অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা।

এর আগে, আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন বোর্ডের অন্যতম পরিচালক, সাবেক অধিনায়ক নাঈমুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বোর্ড সভাপতি ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সেজন্য মিরপুরে বিসিবি কার্যালয়ে অপেক্ষাও করেন। তবে ক্রিকেটাররা তখন আলোচনায় যোগ না দিয়ে গুলশানের একটি হোটেলে মিটিং করেন। মিটিং শেষে সংবাদ সম্মেলনে তাদের অবস্থান জানান। সেখান থেকেই তারা বিসিবির সাথে আলোচনার সিদ্ধান্ত নেন।

Exit mobile version