Site icon Jamuna Television

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন ঢাবির শিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিরিন আক্তার শিলা। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন। গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

বুধবার রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে শিলার নাম ঘোষণা করা হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স মুকুট ছিনিয়ে নেন ঢাবির এই ছাত্রী। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আনিশা ইসলাম ও দ্বিতীয় রানার্সআপ জেসিয়া ইসলাম।

বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় তারকা সুস্মিতা সেন। মাথায় বিজয়ের মুকুট পরে আবেগাপ্লুত হয়ে পড়েন শিরিন আক্তার। তিনি বলেন, ‘আমার বাবা একজন সৈনিক। তিনি দেশ পাহারা দেন, আজ থেকে আমিও দেশের জন্য কাজ করব। দেশকে সেবা করব।’

Exit mobile version