Site icon Jamuna Television

রোহিঙ্গা প্রত্যাবাসনে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ-মিয়ানমারের ১৫-১৫ সদস্য নিয়ে মোট ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে, প্রত্যাবাসন শুরু করতে সময় লাগবে মাস দু’য়েক। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কথা জানানো হয়। প্রত্যাবাসনের শর্তাবলীও চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক। অন্যদিকে, মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির স্থায়ী সচিব মিন্ট থিউ।

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে একটি অ্যারেঞ্জমেন্ট সই হয়। তার আলোকে তিন সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হওয়ার কথা ছিলো।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version