Site icon Jamuna Television

ফেসবুকে নিউজ ট্যাব ফিচার

ছবি: সংগৃহীত।

‘ডেডিকেটেড নিউজ ট্যাব’ নামে নতুন এক ফিচার যুক্ত করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জানা যায়, শিগগির যুক্ত হচ্ছে নতুন এ ফিচার। ‘ডেডিকেটেড নিউজ ট্যাব নামের ফিচারটিতে নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ খবর দেখানো হবে। এ খবরগুলো নির্বাচন করবে সাংবাদিকদের ছোট্ট একটি গ্রুপ। মোবাইলে ফেসবুক অ্যাপের একটি অংশে ওই নিউজ ট্যাব থাকবে। ফেসবুকের নিউজ ট্যাবের অধিকাংশ খবর অ্যালগরিদম অনুযায়ী দেখানো হবে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ফেসবুকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তবে পত্রিকার একজন মুখপাত্র এই বিষয়ে কোনো চুক্তি করেছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ একটি পোস্টে জানিয়েছেন, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা লোকদের বিশ্বস্ত সংবাদ পেতে সাহায্য করি। আর এটি বিশ্বব্যাপী সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ করতে সাহায্য করে। জাকারবার্গ তার প্ল্যাটফর্মটিকে ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের পাশাপাশি বিশ্বের ‘পঞ্চম এস্টেট’ বলে আখ্যায়িত করেছেন। ফেসবুক নিউজ প্রকাশকদের সঙ্গে তার এই নতুন ফিচার কনটেন্ট প্রকাশের জন্য ৩ মিলিয়ন ডলার প্রস্তাবের জন্য আলোচনা করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাব্লুএসজে, নিউইয়র্ক পোস্ট, ওয়াশিংটন পোস্ট, বাজফিড নিউজ এবং বিজনেস ইনসাইডারের সঙ্গে লাইসেন্স ফি ও অন্যান্য বিবরণ নিয়ে কাজ করা হচ্ছে। এ নতুন নিউজ ট্যাবে কোনো বিজ্ঞাপন রাখা হবে না বলেও জানা গেছে। গত এপ্রিলে অবশ্য মার্ক জাকারবার্গ ফেসবুকে নিউজ ট্যাব আনার কথা জানিয়েছিল। তবে সেটি কবে নাগাদ ফেসবুকে পাওয়া যাবে তা এখনও জানায়নি মাধ্যমটি।

Exit mobile version