Site icon Jamuna Television

ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ

 

দায়িত্বে অবহেলা ও ব্যাংক পরিচালনায় ব্যর্থতার দায়ে ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীমকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। এ জন্যে সাত দিন সময়ও বেধে দেওয়া হয়। একেএম শামীম কেন্দ্রীয় ব্যাংকের শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছিলেন ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রমে পর্ষদ হস্তক্ষেপ করত যা তাদের এখতিয়ারের বাইরে ছিল। ব্যাংক কোম্পানি আইন ৪৬ ধারা অনুযায়ী তারল্য ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন ঋণ বিতরণ করেছিলেন একেএম শামীম।

Exit mobile version