Site icon Jamuna Television

বগুড়ায় ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ

বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে পুলিশ।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় ডক্টরস ক্লিনিকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাওহিদ হাসানের টনসিল অপারেশন হয়। এর ঘণ্টা তিনেক পর তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তাওহীদের। তাদের বিক্ষোভের মুখে অভিযুক্ত চিকিৎসক সাইদুজ্জামানকে আটক করে থানায় নেয় পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানিয়েছেন,শিশুটির পরিবার লিখিত অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version