Site icon Jamuna Television

দেড় মাস পর দেশে ফিরলো সৌদিতে নিহত নারী শ্রমিকের লাশ

অবশেষে দেশে ফিরলো সৌদি আরবে নিহত মানিকগঞ্জের নারী শ্রমিক নাজমা বেগমের (৪০)মরদেহ। বৃহস্পতিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার লাশ পৌঁছে। স্বজনরা লাশ গ্রহণ করে রাতেই গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামের নাজমা গত ২ সেপ্টেম্বর সৌদিতে মারা যান।

পরিবারের দাবি, অমানুষিক নির্যাতনে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি টেলিফোনে নির্যাতনের বর্ণনা দিয়ে স্বজনদের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন। কিন্তু দালালের হাত-পায়ে ধরেও হতভাগ্য নাজমাকে দেশে ফিরিয়ে আনতে পারেননি দরিদ্র পরিবারটি। এমনকি সৌদির একটি হাসপাতালে নাজমার মরদেহ পরে থাকলেও দেশে আনতে পারছিলেন না। এনিয়ে গত ২ অক্টোবর যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার হলে স্থানীয় প্রশাসন মরদেহ আনার ব্যাপারে উদ্যোগী হন। নানা পক্রিয়া শেষে প্রায় দেড় মাস পার তার মরদেহ দেশে ফিরলো।

১১ মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদিতে পাড়ি জমান নাজমা। হাসপাতালে ক্লিনারের চাকরি দেয়ার কথা বলে তাকে পাঠানো হলেও কাজ দেয়া হয় বাসাবাড়িতে। সেখানে তাকে যৌন নির্যাতনসহ নানাভাবে নির্যাতন করা হতো।

Exit mobile version