Site icon Jamuna Television

আশুলিয়ায় বাসা থেকে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার নিজ কক্ষ থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পারভেজ মিয়া ও সাদিয়া আক্তার নামে ওই দম্পত্তি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া, তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এসময় তাদের কোন সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version