Site icon Jamuna Television

চিলিতে জরুরি অবস্থা চলাকালে সহিংসতায় নিহত ১৮

চিলিতে জরুরি অবস্থা আর রাত্রিকালীন কারফিউ চলাকালেই সহিংসতায় ১৮ জনের মৃত্যু হলো। বিধিমালা লঙ্ঘন, লুটের অভিযোগে আটক হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

সাবওয়ের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে রাজধানী সান্তিয়াগো এবং আশেপাশের শহরগুলোয় শুরু হয় বিক্ষোভ। যা, ২৪ ঘণ্টার ব্যবধানে পাল্টে যায় প্রাণঘাতী সহিংসতায়। জনরোষের মুখে সরকার পূর্বের ভাড়ায় ফিরলেও, থামেনি অস্থিরতা।

এ পরিস্থিতিতে, হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের চিলির পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। নভেম্বরে আসন্ন অ্যাপেক এবং জলবায়ু সম্মেলন কোনভাবেই বানচাল হতে দেবেন না তিনি। এর আগেই, আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট।

Exit mobile version