Site icon Jamuna Television

মোংলায় স্কুল শিক্ষিকাকে নির্যাতনের ঘটনায় মামলা

মোংলার মালগাজী সেক্রেডালহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রণতি মল্লিককে নির্যাতনের ঘটনার দশ দিন পর মামলা গ্রহণ করেছে সংশ্লিষ্ট থানা। সকালে স্কুল শিক্ষিকার পিতা রবিন মন্ডল বাদি হয়ে বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে খুনের উদ্দেশ্যে জখম, চুরি, শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/৯ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলা গ্রহণের পর আসামিদের গ্রেফতারে তারা অভিযান শুরু করেছেন। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৫ অক্টোবর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল যুবকের হামলার শিকার হন স্কুল শিক্ষিকা প্রণতি মন্ডল। আহত অবস্থায় প্রথমে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version