Site icon Jamuna Television

নুসরাত হত্যার আসামিরা কনডেম সেলে

ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ১৬ আসামির ঠিকানা এখন কনডেম সেলে। গতকাল আদালত থেকে ফিরে যাওয়ার পরপরই তাদেরকে কনডেম সেলে পাঠিয়ে দেয়া হয়েছে। ফেনী জেলা কারাগারের জেলার দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ সিরাজ উদদৌলা যে মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন সে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও পরিচালনা কমিটির সভাপতি ও এলাকার জনপ্রতিনিধি নিয়ে এখন বসবাস করছেন কনডেম সেলে। ২৭ মার্চ ছাত্রী নুসরাত জাহান রাফীকে যৌন হয়রানি করে জেলে গিয়েছেন। সেখান থেকে বসে হত্যার পরিকল্পনা করেন।

জেলার দিদারুল আলম বলেন, আগামী রবিবার রায়ের কপি ফেলে আসামিদের কোথায় পাঠানো হবে সেটি আইজি প্রিজনের কাছে আবেদন করা হবে। পরে তাঁর সিদ্ধান্ত অনুয়ায়ি কুমিল্লা অথবা কাশিমপুর কারাগারে পাঠানো হবে।

Exit mobile version