Site icon Jamuna Television

বন্ধু যখন প্রতিদ্বন্দ্বী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দু’জন সভাপতি পদে একে অন্যের বিপক্ষে লড়ছেন। এ ক’দিন পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও ভোটের দিন যেন বরফ গললো। একসাথে হাস্যোজ্জ্বল দেখা গেলো মিশা সওদাগর ও মৌসুমিকে।

শুক্রবার দুপুর ২টার দিকে শিল্পী সমিতির সামনে একই ক্যাম্পে দু’জন যেন আড্ডায় মেতে উঠলেন। দিন শেষে যে তারা বন্ধু সেটিই আরেকবার স্মরণ করিয়ে দিলেন।

সাংবাদিকদের মিশা বললেন, সে আমার বন্ধু। দীর্ঘদিন একই জায়গায় কাজ করছি। বহু ছবিতে একসাথে অভিনয় করেছি। সে জয়ী হলে আমি তাকে সহযোগিতা করবো।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী মিশা বলেন, এতদিন ধরে শিল্পীদের জন্য কাজ করেছি। শতভাগ না হলেও আশিভাগ নিশ্চিত আমি জয় পাব।

পাশে দাঁড়ানো মৌসুমি বললেন, আমাদের দু’জনের যেই জয়ী বা পরাজিত হই, শিল্পীদের কল্যাণে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করবো।

Exit mobile version