Site icon Jamuna Television

টাঙ্গাইলে রোহিঙ্গা যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতিতে ইউসুফ আলী (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, বল্লা বাজার এলাকায় ২ দিন যাবত ওই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে শুক্রবার দুপুরে কালিহাতি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ১৫ দিন আগে তারা ২০জন চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছিল। তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।

আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগামীকাল (২৬ অক্টোবর) ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

Exit mobile version