Site icon Jamuna Television

পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে মো. শাহদাত হোসেন পলাশ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকালে ওই গ্রামের সাবেক মেম্বার আব্দুর রবের বাড়ির পার্শ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পলাশ মৃত গাজীউর রহমান সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পলাশ স্থানীয় একলাশপুর বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ পথিমধ্যে সাবেক মেম্বার আব্দুর রবের বাড়ির সামনের সড়কে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত তার পথ রোধ করে কুপিয়ে সড়কে ফেলে রেখে চলে যায়। এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত পলাশের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কোনো গ্রুপই তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে যে বা যারাই হত্যা করুক তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।

Exit mobile version