Site icon Jamuna Television

নোয়াখালী বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পলাশ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার একলাছপুর ইউনিয়নের একলাছপুর বাজারের পূর্ব পাশে ভিআইপি সড়কে পাশে সাবেক মেম্বার আব্দুর রবের বাড়ীর সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই ইউনিয়নের মির বাড়ির মুকবুল আহমদের পুত্র।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় পলাশ বাড়ি থেকে বাজারে যাচ্ছিলো। তিনি ভিআইপি সড়কে আসা মাত্র একদল সন্ত্রাসী তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে এখনো এখনো পর্যন্ত কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পলাশের বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে। সেও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পূর্ব শত্রুতার জেরে কোন সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করে থাকতে পারে বলে জানান ওসি হারুন।

Exit mobile version