Site icon Jamuna Television

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পটুয়াখালী প্রতিনিধি:

২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে কোমলমতি শিশুরা এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম উপস্থিত থেকে ছবি আঁকায় শিশুদের উৎসাহিত করেন।

এ সময় তিনি শিশুদের উদ্দেশ্য করে বলেন, ছবি আকা একটি শিল্প। তোমরা অবসর সময়ে খেলা-ধুলার ফাঁকে ছবি আকার চর্চা করো। এতে নিজে কিছু করার স্বাদ পাবার পাশাপাশি মেধা ও মননের বিকাশ ঘটবে। পটুয়াখালী জেলাটি খুব সুন্দর একটি জেলা। এই জেলাকে নিয়ে ছবি আঁকার মতো অনেক দৃশ্যপট রয়েছে। জেলাকে নিয়ে তোমার আঁকা ছবি বিশ্ববাসীর কাছে অনেক সম্মান কুড়াতে পারে। পড়াশোনার পাশাপাশি এ বিষয়টি তোমাদের জন্য আরেকটি পরিচিতি এনে দেবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি তোমাদের মত শিশুরা মোবাইল ফোন ও ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। যাতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে। তাই মোবাইল ফোন ব্যাবহার না করে খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে শিশুদের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, ওসি ডিবি মোঃ জাকির হোসনসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাল সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তন আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

Exit mobile version