Site icon Jamuna Television

প্রকাশিত হলো ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের ফলাফল

প্রকাশিত হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের ফলাফল।
এরআগে আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি হলেও, সকাল ১০টায় প্রতিষ্ঠানটির চারটি ক্যাম্পাসে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

এই নির্বাচনের মাধ্যমে প্রাথমিক স্তরে গোলাম বেনজীর এবং মাধ্যমিকে ওহেদুজ জামান ও সিদ্দিকী নাছির উদ্দীন এবং উচ্চমাধ্যমিক স্তরে মুর্শিদা আখতার ও এবিএম মনিরুজ্জামান সাধারণ অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া মাধ্যমিক স্তরে ফাতেমা জোহরা হক ও উচ্চ মাধ্যমিক স্তরে বাদরুল আলম সাধারণ শিক্ষক সদস্য পদে নির্বাচিত হয়েছে।

সংরক্ষিত আসনে ২জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা ভিকারুননিসা কর্তৃপক্ষের সঙ্গে মিলে মূলত প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন। উন্নয়ন, ব্যবস্থাপনা, সিলেবাস, রুটিন সাজানোর বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

Exit mobile version