Site icon Jamuna Television

৯-০ গোলে বিশাল জয় পেলো লেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়াম লীগে নতুন রেকর্ড গড়েছে লেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ লিগ ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। এই জয়ে ম্যানসিটিকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে লেস্টার।

সাউদাম্পটনের মাঠে ১০ মিনিটে গোল উৎসব শুরু করে লেস্টার। প্রথম গোল দেন ডিফেন্ডার বেন চি-উইল। ১২ মিনিটে রায়ান বারট্রান্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সেইন্টরা। সুযোগের পুরো ফায়দা নেয়া ফক্সরা।

১৭ মিনিটে দলকে ২-০ গোলে লিড এনে দেন মিডফিল্ডার টিলেম্যান। ১৯, ৩৮ ও ৫৭ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়োজি পেরেজ।

ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন জিমি ভার্ডি ৪৫, ৫৮ ও ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন এই স্ট্রাইকার। মাঝে ৮৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন ম্যাডিসন। ৯-০ গোলের এই জয় ইংলিশ লিগে যৌথ ভাবে সেরা বড় জয়। ১৯৯৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড একই ব্যবধানে হারিয়েছিলো ইপসুইচ টাউন এফসিকে।

Exit mobile version