Site icon Jamuna Television

ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নগরের আকবর শাহ থানাধীন শহীদ লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম (২৭), মো. নিজাম (৩২) ও মো. রেজাউল (৩০)।

আকবর শাহ থানার ওসি মো. আলমগীর বলেন, ভোর রাত তিনটার দিকে ওই এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান।

পুলিশ ধাওয়া করে ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/কিউএস

Exit mobile version