Site icon Jamuna Television

বগুড়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার ঘটনায় মামলা

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। শুক্রবার রাতে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিশু আলালের বাবা মোতাহার হোসেন। মামলার একমাত্র আসামি আলালের সহকর্মী অভিযুক্ত যতিন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আফরিন পাটকলের শিশু শ্রমিক আলালের পায়ুপথে কমপ্রেসর যন্ত্রের মাধ্যমে বাতাস প্রবেশ করায় তারই যতীন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১২ বছর বয়সী আলাল। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতীন জানায়, ঠাট্টাচ্ছলেই আলালের পায়ুপথে বাতাস দেয় সে।

Exit mobile version