Site icon Jamuna Television

‘ওরা চাইলে হেলিকপ্টারে আর যাবো না’

খেলোয়াড়দের বিক্রি করে আয়ের টাকায় বিসিবি পরিচালকরা হেলিকপ্টার ভ্রমণে কোটি কোটি টাকা ব্যয় করেন। ক্রিকেটাররা আন্দোলনে যাওয়ার পর আলোচনায় এসেছে এই ইস্যুটিও। হেলিকপ্টার ভ্রমণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন, হ্যাঁ অনেক সময় আমি নেই। এখান (ঢাকা) থেকে গেলে হেলিকপ্টারে যাই। ওরা চাইলে ঠিক আছে। হেলিকপ্টারেই আর যাব না।

দৈনিক ‘কালের কণ্ঠ’কে দেয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি বলেন, খুব বেশি এরকম ঘটনা ঘটেনি। আমার সঙ্গেই বোর্ডের আরও কেউ কেউ যায়। এটা সত্যি যে হেলিকপ্টারে মাঝে মাঝে যাই। আরও এক-দুজনও মাঝেমধ্যে গিয়ে থাকতে পারে। এখন খেলোয়াড়েরা কী চায়? বিমানে যেতে চেয়েছে ব্যবস্থা করে দিচ্ছি তো।

খেলোয়াড়রা না চাইলে হেলিকপ্টারে চড়বেন না উল্লেখ করে পাপন বলেন, এটা যদি পছন্দ না হয় আমাদের এসে বলুক যে ‘আপনাদের হেলিকপ্টারে যাওয়া আমাদের পছন্দ না’। অথবা ‘আপনারা যান এটাই পছন্দ করি না’। একটা কিছু তো বলুক। ওরা চাইলে ঠিক আছে। হেলিকপ্টারেই আর যাব না। ওরা যদি চায়, কোথাও যাওয়াই ছেড়ে দেব।

Exit mobile version