Site icon Jamuna Television

যে খেলোয়াড় মাঠেই নেই তার কারণে পেনাল্টি! (ভিডিও)

বিচিত্র এক পেনাল্টি। যেটি মেনে নেয়া যেকোনো দলের জন্য কষ্টকর। কিন্তু নিয়ম বলে কথা! শুক্রবার রাতে বুন্দেস লীগার ম্যাচে এক অদ্ভুত কাহিনী ঘটেছে। মাঠে না থেকেও প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছেন হলস্টেইন কিনের মাইকেল এবারউইন। অথচ তিনি মাঠেই ছিলেন না। দোষ নেই মাঠের ১১ জনের কারোরই।

ম্যাচ চলাকালে হলস্টেইন কিনের বদলি খেলোয়াড় এবারউইন গোল পোস্টের পাশেই মাঠে নামার জন্য অনুশীলন করেছিলেন। তখনই প্রতিপক্ষের নেওয়া একটি শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল। কোনো মতলব ছাড়াই বলটি তিনি ঠেকিয়ে মাঠে পাঠিয়ে দেন। কিন্তু বাধ সাধে ভিডিও এসিস্ট্যান্ট রেফারি। সেখানে দেখা গেছে বলটি যখন তিনি নিজের আয়ত্বে নেন তখনও সেটি লাইন অতিক্রম করেনি।

যে কারণে পেনাল্টি পায় প্রতিপক্ষ বখাম। আর এই পেনাল্টির সুবাদে গোল করে এগিয়ে যায় তারা। নিজেকে কী বলে সান্ত্বনা দেবেন এবারউইন!

Exit mobile version