Site icon Jamuna Television

‘সিরিয়া অভিযানের জন্য এরদোগানকে বিচারের মুখোমুখি করা উচিত’

সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কারণে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক তদন্তকারী কার্লা ডেল পন্তে।

শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পন্তে বলেন, সিরিয়ায় সামরিক অভিযানে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখা উচিত। দেল পন্তে সিরিয়া বিষয়ক জাতিসংঘ ইনকোয়ারি কমিশনের সাবেক তদন্ত কর্মকর্তা।

তিনি আরও বলেন, সিরিয়ায় তুরস্কের অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। তবে আঙ্কারা বলছে, নিজেদের সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহীদেরকে সরিয়ে দিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই অভিযান।

সিরিয়ান কুর্দি বিদ্রোহী ওয়াইপিজি’কে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। ওয়াইপিজির তুর্কি অংশ পিকেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন।

সূত্র: রয়টার্স।

Exit mobile version