Site icon Jamuna Television

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার রাতে ফল প্রকাশ করা হয়েছে বলে যমুনা নিউজকে জানিয়েছেন বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে এ বছর ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থী বুয়েটের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এরমধ্যে, ১০৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। উত্তীর্ণ বাকি পরীক্ষার্থীদের অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে কেন্দ্র করে নানা ঘটনাপ্রবাহের পর গত ১৪ অক্টোবর দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Exit mobile version