Site icon Jamuna Television

ঘরের মাঠে জয় পেয়েছে আতলেটিকো মাদ্রিদ

লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আতলেটিকো মাদ্রিদ।

ম্যাচ ঘরের মাঠে হলেও শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারছিল না আতলেটিকো। তবে ২৮ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন সল নিগুয়েজ। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। এরপর ম্যাচের বেশিরভাগ সময় সফরকারীরা বল দখলে রাখলেও গোলের দেখা পায়নি।

ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় গ্যারিতানো শিষ্যদের। এই জয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে অ্যাথলেটিক ক্লাব।

Exit mobile version