Site icon Jamuna Television

আইএস প্রধান বোগদাদির অবস্থানে বড় অভিযান মার্কিন সেনাদের, বিবৃতি দেবেন ট্রাম্প

সিরিয়ার ইদলিব প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠির প্রধান নেতা আবুবকর আল বোগদাদির অবস্থান লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে মার্কিন সেনারা।

নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে আজ গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজউইক মার্কিন সেনাবাহিনীর এক সূত্রের বরাতে জানিয়েছে, অভিযানে বোগদাদি নিহত হয়েছেন। হোয়াইট হাউজ মূখপাত্র হোগান গিডলি জানিয়েছেন রোববার ‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ দেবেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প টুইট করে বলেছিলেন, ‘খুব বড় কিছু একটা মাত্র ঘটেছে’।

অবশ্য আগে একাধিকবার আবুবকর বোগদাদির মৃত্যুর খবর ছড়িয়েছিল। কিন্তু প্রতিবারই খবরটি ভুল বলে প্রতীয়মান হয়।

Exit mobile version