Site icon Jamuna Television

শুদ্ধি অভিযানই প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাজ: মির্জা ফখরুল

শুদ্ধি অভিযানই প্রমাণ করে বর্তমান সরকার দুর্নীতিবাজ সরকার। এমনটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি চেয়ারপারসন যেন সুস্থভাবে ফিরে না আসেন সেই ব্যবস্থা করছে সরকার। খালেদা জিয়ার জামিনে বাধা দিয়ে সরকার অন্যায়ভাবে তাকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন ফখরুল।

ফখরুল বলেন, একমাত্র সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচনই পারে সংকট থেকে জাতিকে মুক্তি দিতে। সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

Exit mobile version