ঢাকার পর চট্টগ্রামকেও মেট্রোরেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে চট্টগ্রামের আগ্রবাদে সড়ক ভবনে হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত ৪ লেনসহ ৫ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেইসাথে দুটি প্রকল্পের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
এসময় সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগরই শুরু হবে। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের কাজ ৪৮ ভাগ কাজ শেষ হয়েছে বলেও এসময় জানান তিনি। বলেন, অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

