Site icon Jamuna Television

ফরিদপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, ট্রাকচাপায় মৃত আরও এক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুরে মাথা ঘুরে পরে রাসেল শেখ (২২) এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুরে ওই যুবক বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সে ওই এলাকার মাসুদ শেখের এর ছেলে।

অপরদিকে জেলার বোয়ালমারী উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরতলির বায়তুল আমান এলাকার উত্তর সাদিপুর গ্রামের একটি পুকুর থেকে ফরিদপুর মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ম বর্ষের ছাত্র রাসেল শেখকে উদ্ধার করা হয়।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

অপরদিকে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে রাস্তা পার হওয়ার সময় সুনীল রায়(৭০) নামে এক ব্যক্তিকে ট্রাক চাপা দিলে তিনি মারা যান।

রোববার সকালে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের গোসাই ধোপার সৎকারের কাজ শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ছিল। মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের চতুল গ্রামের চিতাঘাটা নামকস্থানে পৌছালে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুর ইসলাম তাকে মৃত ঘোষনা করে।

Exit mobile version