Site icon Jamuna Television

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ২০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। ডালাসের বাইরে গ্রিনভাইলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সূত্র: ডালাস নিউজ।

প্রাথমিকভাবে বলা হয়েছে, টেক্সাস এ অ্যান্ড এম কমার্স ইউনিভার্সটির শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে গুলি চালানো হয়।

জেসন হোয়াইটলি নামের এক সাংবাদিক টুইটবার্তায় জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি পয়েন্ট ২২৭ ক্যালিবার রাইফেল হামলায় ব্যবহার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে জানা যায়নি।

তবে ওই বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছেন, সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। তবে গ্রিনভাইলের বাইরে একটা কিছু ঘটেছে।

ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে সড়কপথে এবং আকাশপথে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা যায়।

Exit mobile version